আসন্ন রেলওয়ে গ্রুপ ডি সহ অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
1। কোন ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করে?
উঃ ল্যাকটোব্যাসিলাস
2। গ্লবার লবণ কাকে বলে?
উঃ সোডিয়াম সালফেট
3। দুটি জ্বালানি ফসিল এর নাম বলো।
উঃ পেট্রোলিয়াম ও কয়লা
4। ক্ষার ধাতুর প্রকৃতি কি ধরনের?
উঃ জারক দ্রব্য
5। মাইক্রো চিপ তৈরিতে কোন ধাতু ব্যাবহার করা হয়?
উঃ সিলিকন
6। ইলেকট্রিক সুইচ কম্পিউটার ডিস্ক প্রকৃতির জন্য কোন পলিমার ব্যবহার করা হয়?
উঃ ব্যাকেলাইট
7। কোন ধরনের প্লাস্টিক পুনঃ ব্যবহৃত হতে পারে ?
উঃ থার্মপ্লাস্টিক
8। সাইক্লোট্রন কে আবিষ্কার করেন?
উঃ আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স
9। শব্দ তরঙ্গ বহন করা কানের কোন অংশের কাজ?
উঃ মধ্য কর্ণ
10। টেকনোমিটার যন্ত্র কি পরিমাপ করে ?
উঃ ঘূর্ণনের গতিবেগ
*****বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন*****
